আওয়ামী লীগের ১৫ বছরে ৭২৩ এনজিওর নিবন্ধন বাতিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ১১:৫৮ AM

বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত বেসরকারি সংস্থার (এনজিও) সংখ্যা দাঁড়িয়েছে ২,৬৬১টিতে। এর মধ্যে দেশীয় এনজিও রয়েছে ২,৩৮৩টি এবং বিদেশি এনজিও ২৭৮টি। এছাড়াও দেশে এ পর্যন্ত মোট ৭৪২টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে। এর মধ্যে গত ১৫ বছরে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে ৭২৩টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে। বাকি ১৯টি পূর্ববর্তী সময়ের।
এনজিও বিষয়ক ব্যুরোর ১২ মে (সোমবার) প্রকাশিত হালনাগাদকৃত এক তালিকা থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত তালিকাটি এপ্রিল ২০২৫ পর্যন্ত হালনাগাদ করা হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৭৪২টি নিবন্ধন বাতিলের তালিকায় দেশি এনজিও বাদ পড়েছে ৬৮৬টি এবং বিদেশি বাদ পড়েছে ৫৬টি। তবে ২০০৯ সালের পরে থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত বিদেশি সংস্থা বাদ পড়েছে ৫৪টি এবং দেশি এনজিও বাদ পড়েছে ৬৭০টি।
এ বিষয়ে জানতে চাইলে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক মো. আনোয়ার হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, অনেকগুলো এনজিও নিবন্ধন নেওয়ার পর আর নিবন্ধন নবায়ন করেনি। যার ফলে তাদের নবায়ন বাতিল করা হয়েছে। তালিকাভুক্ত করা হয়নি। অন্য কোনো কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়নি।
তিনি আরও জানান, আমি এখানে দুই বছর যাবৎ আছি। আগে অন্যকোনো কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে কিনা আমার জানা নেই। তবে আমার সময়ে আমি এমন কোনো চিত্র দেখেনি।
তালিকায় দেখা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ৯ মাসে নতুনভাবে নিবন্ধন পেয়েছে ৩৪টি এনজিও। এর মধ্যে দেশীয় এনজিও ২৭টি এবং বিদেশি এনজিও ৭টি। এসব এনজিওর মধ্যে অনেকেই ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।
নতুন নিবন্ধনপ্রাপ্ত বিদেশি এনজিওগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক ৪টি, যুক্তরাজ্য, তুরস্ক ও জার্মানিভিত্তিক একটি করে এনজিও রয়েছে। জার্মানির এনজিওটি হলো 'কিন্ডারনোথহিলফ ই.ভি.', যা শিশুদের কল্যাণে কাজ করে। অন্যান্য বিদেশি এনজিওগুলোর মধ্যে রয়েছে— পাথ বাংলাদেশ, জেআরআই রিসার্চ অ্যান্ড ট্রেইনিং ইনস্টিটিউট ইনকরপোরেটেড, নোরা হেলথ, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস) এবং সাদাকা তাসি দেরনেগি।
নতুন নিবন্ধনপ্রাপ্ত ২৭টি দেশীয় এনজিওর মধ্যে ১১টি ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে পরিচালিত হচ্ছে। বাকি ১৬টি এনজিও রাজধানী ঢাকা থেকে কার্যক্রম পরিচালনা করছে।