‘মার্চ ফর গাজা’ আজ, সোহরাওয়ার্দী উদ্যানে প্রস্তুত মঞ্চ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ AM

ইসরায়েলিদের বর্বরতায় নিপীড়িত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে আজ শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। সেই কর্মসূচির প্রস্তুতি হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে শেষ হয়েছে মঞ্চ তৈরির কাজ।
সরেজমিনে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সকাল থেকে কর্মসূচিতে অংশ নিতে মাঠে জড়ো হচ্ছেন মানুষ।
আয়োজকরা জানান, নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম বলে জানান আয়োজকরা৷ তাদের দাবি সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এ প্রতিবাদ কর্মসূচিতে৷
জানা গেছে, দুপুর ২টার দিকে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু হয়ে প্রতিবাদ র্যালি আসবে সোহরাওয়ার্দী উদ্যানে। র্যালি পরবর্তী সভায় একই মঞ্চে দেখা যাবে দেশের রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দের। সভাস্থলে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা।
কর্মসূচি সফল করতে এরইমধ্যে নানা নির্দেশনা দেয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। গত শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা পরিদর্শন করেন সোহরাওয়ার্দী উদ্যানের সভাস্থল৷