ট্রেন ও বাসের ভাড়া নিয়ে পিনাকীর স্ট্যাটাস

  © টিডিসি সম্পাদিত

লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘ঈদ উপলক্ষ্যে ট্রেন ও সরকারি বাসের ভাড়া ৫০ শতাংশ কমিয়ে দেয়া হোক। এই সময়টা কার্যকর থাকবে ঈদের সাত দিন আগে থেকে তিনদিন আগে পর্যন্ত। মোট চার দিন। আজ সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান তিনি। 

ফেসবুকে তিনি লেখেন, ‘পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ট্রেন দূর পাল্লায় যুক্ত করা হোক। রেল বিভাগের হাতে যা সামর্থ্য আছে, তার পুরোটাই নিয়োগ করা হোক। বিআরটিসির বাস সবগুলো বিশেষ ব্যবস্থায় দূর পাল্লার যাত্রী পরিবহনে নিয়োগ করা হোক। প্রয়োজনে সরকার গাড়ি রিকুইজিশন করুক।’ 

আরো পড়ুন: ৩ মাসের বেতন একসঙ্গে পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ফেসবুকে তিনি লেখেন, ‘ঈদে বাড়ি ফেরাটা যেন আনন্দময় হয়। ফেরত আসার সময়ে এই ব্যবস্থার দরকার নাই। যাওয়ার সময়েই দুর্বিষহ অবস্থা তৈরি হয়। আশা করি সরকার এই প্রস্তাব ভেবে দেখবেন।’


সর্বশেষ সংবাদ