কক্সবাজার রুটে বাস যাত্রীদের জন্য ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবা চালু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৭:৫৩ PM

বাংলাদেশের প্রধানতম পর্যটন স্পট ও বাস পরিবহনের গুরুত্বপূর্ণ রুট কক্সবাজার রুটের যাত্রীদের ভ্রমণকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার উদ্দেশ্যে কক্সবাজার ট্র্যাফিক পুলিশ যাত্রীদের যাত্রী সেবা নিয়ে রেটিং, রিভিউ ও ছবিওসহ অভিযোগ জানানোর সুবিধা চালু করেছে।
জেলা পুলিশের উদ্যোগে বাস ট্র্যাফিক ব্যবস্থাপনার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘অনলাইন বাস টার্মিনাল’ ওয়েবসাইটে এই ফিচার চালু করা হয়েছে।
সড়ক নিরাপত্তা জোরদারে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগের ফলেও থামছে না সড়ক দুর্ঘটনা। মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দিলেও অনেক চালক মানছে নির্ধারিত গতিসীমা। তাছাড়া প্রতিবছর ঈদ কেন্দ্রিক সময়ে সড়ক দুর্ঘটনার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়।
তাই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে এবং ঈদ পরবর্তী কক্সবাজারে পর্যটকদের ভ্রমণকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব মো. সাইফউদ্দীন শাহীন এর নির্দেশনায় চালকদের রিয়েল-টাইম তদারকি ও পরিবহণ কর্তৃপক্ষকে যথাযথ জবাবদিহিতার আওতায় আনার পরিকল্পনা থেকে এই ডিজিটাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কক্সবাজার রুটে চলাচলরত বাসগুলোর দৃশ্যমান স্থানে রয়েছে কিউআর কোড সম্বলিত ওবিটি’র স্টিকার। বাসের যাত্রীরা উক্ত কিউআর কোড স্ক্যান করে কিংবা অনলাইন বাস টার্মিনাল এর ওয়েবসাইটে ভিজিট করে আসনে বসেই চালকের ঝুঁকিপূর্ণ আচরণ, বেপরোয়া গতি, পরিবহনের যাত্রী সেবা, যাত্রী হয়রানি, যেকোনো ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয় নিয়ে রেটিং, রিভিউ দিতে পারবেন। এমনকি ছবি সহ অভিযোগ জানাতে পারবেন। যাত্রীদের প্রদত্ত রেটিং এর উপর পরিবহনের সার্বিক রেটিং নির্ধারিত হবে। যাত্রীদের প্রদত্ত অভিযোগ ট্র্যাফিক পুলিশ ও স্ব স্ব পরিবহণ কর্তৃপক্ষের কাছে চলে যাবে। গুরুত্ব বিবেচনায় ট্র্যাফিক পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
ওবিটি'র ডাটাবেসে কক্সবাজার রুটে চলাচলরত আন্তঃজেলা ও লোকাল সর্বমোট ১২৬টি বাস পরিবহনের প্রায় ১হাজার ৮০০টি বাসের তথ্য, প্রায় ২হাজার ছবিসহ চালক ও গাইডের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। সকল বাসের ফিটনেস ও রুট পারমিটের হালনাগাদ তথ্যও রয়েছে ওবিটি'র ডাটাবেসে। যার ফলে ফিটনেস মেয়াদোত্তীর্ণ বাসগুলো চিহ্নিত করা সহজে সম্ভব হচ্ছে।