‘মাহারাম ছাড়া বের হলে ধর্ষণে দায়ী নারী’— ভিন্ন কথা বলছে ত্বহা আদনানের পুরো বক্তব্য

  © সংগৃহীত

‘মাহারাম ছাড়া বের হলে ধর্ষণে দায়ী নারী’ ইসলামী আলোচক আবু ত্বহা মুহাম্মদ আদনানের এমন একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার নাম ব্যবহার করা মন্তব্যের একটি ফটোকার্ডও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ফেসবুকে চলছে নানা আলোচনা-সমালোচনা, করছেন নানা মন্তব্যও।  

তবে তার পুরো বক্তব্যে ভিন্ন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ‘মাহরাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই। হজ্বও জায়েজ নাই। হজ্ব করার দরকার নাই, সে ঘরে থাকবে, ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওটাই হুকুম আল্লাহপাকের।’

এতে আরো বলা হয়, ‘আর সে মাহরাম ছাড়া এখানে ওখানে আড্ডাবাজি করবে, টাংকি মারবে, চটপটি ফুচকা খাবে, এরপর ৪/৫টা ছোলে মিলে ধর্ষণ করে দিলে সব দোষ ওই ছেলের উপরে আসবে? আমার তো মন চায় প্রথমে এই মেয়েগুলোকে শায়েস্তা করি, ছেলেগুলাকে তো করবো করবোই আগে মেয়েগুলোকে করবো।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটি হলো-‘মাহরাম ছাড়া বের হলে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ধর্ষণ করে তাহলে দোষ ওই মেয়েটারই’। ফেসবুকে ছড়িয়ে লেখাটিকে ‘ভুয়া’ বলছেন শুভাকাঙ্খীরা। আর নেটিজনরা করছেন নানা মন্তব্য। 


সর্বশেষ সংবাদ