মাধ্যমিকের ছাত্রকে ‘হত্যা’, লাশ নিয়ে সড়ক অবরোধ

ঝাড়গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীর মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা
ঝাড়গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীর মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা  © আনন্দবাজার

ভারতের পশ্চিমবঙ্গে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার রাতে ঝাড়গ্রাম শহরে এ অবরোধ করেন তারা। গত শুক্রবার দোলের দিন দীপ সাহা (১৫) নামে ওই ছাত্র মারা যায়। সে এবার মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পুলিশ সূত্রে জানিয়েছে, কেশবডিহি ও স্টেশন পাড়ার মধ্যে ঝামেলা চলছিল। পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে ওই ছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

আরো পড়ুন: ভারত-পাকিস্তানের চেয়েও বেশি সুখী বাংলাদেশ: রিপোর্ট

১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবু গোয়ালা বলেছেন, খুন করা হয়েছে দীপকে। দুই এলাকার মধ্যে দীর্ঘদিন বিবাদ চলছিল। কয়েকজনের বিরুদ্ধে মামলা থাকলেও কাউকে গ্রেফতার করা হয়নি। তারই পরিণামে খুন হতে হল দীপকে।

ঘটনার প্রতক্ষ্যদর্শী অভিষেক দেবনাথ বলেন, ‘দীপ বন্ধুদের নিয়ে দোল খেলছিল। সে সময় স্টেশন পাড়ার ছেলেরা রড নিয়ে আসে। তবে দীপ পালাতে পারেনি। ওকে সামনে পেয়ে ওরা মেরেছে।’

এদিকে রাতে দীপের বাড়িতে যান মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি বলেন, ‘যারা দোষী, তাদের শাস্তি দিতে হবে।’

এ বিষয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘এ ঘটনার তদন্ত শুরু হয়েছে, মামলা হয়েছে। আশা করছি, দ্রুত দোষীদের গ্রেফতার করা যাবে।’


সর্বশেষ সংবাদ