মথুরায় মদ ও মাংস বিক্রিতে যোগী আদিত্যনাথের নিষেধাজ্ঞা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৭:২১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২১, ০৭:৪৯ PM
ভারতের উত্তর প্রদেশের মথুরায় মদ ও মাংস বিক্রির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন বিজেপি শাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল সোমবার তিনি লক্ষ্ণৌতে কৃষ্ণউৎসবে বক্তব্য দেওয়ার সময় এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
মুখ্যমন্ত্রী বলেন, এ নিষেধাজ্ঞার বিষয়ে পরিকল্পনা প্রণয়নের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় তিনি মথুরায় যারা মদ ও মাংসের ব্যবসায় জড়িতদের সেখানকার গৌরব পুনরুজ্জীবিত করতে দুধ বিক্রি শুরু করতে পরামর্শ দেন।
আদিত্যনাথ বলেন, মানুষের ধর্মীয় বিশ্বাসের স্থানগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে। এখন তা পুনরুজ্জীবিত করা হচ্ছে।
এক সময় মথুরা বিপুল পরিমাণে প্রাণিজ দুধ উৎপাদনের জন্য পরিচিতি ছিল। এখন সেই গৌরব পুনরুজ্জীবিত করতে চান প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এ সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে নতুন দিশায় নিয়ে যাচ্ছেন বলেও ভূয়সী প্রশংসা করেন। তাঁর দাবি, আস্থার প্রতীক এই ধর্মীয় স্থানগুলি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। এবার সেগুলি পুনরুজ্জীবিত করা হচ্ছে।
শ্রীকৃষ্ণের কাছে করোনাভাইরাস থেকে মুক্তির প্রার্থনাও করেন যোগী।