শ্রীলঙ্কার মন্ত্রিসভায় বোরকা নিষিদ্ধের প্রস্তাবে অনুমোদন

বোরকা পরিহিত নারী
বোরকা পরিহিত নারী  © ফাইল ফটো

জনপরিসরে মুখ ঢেকে থাকে এমন বোরকা পরায় নিষেধাজ্ঞার প্রস্তাব অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদ। গতকাল মঙ্গলবার প্রস্তাবটি ক্যাবিনেটে অনুমোদন দেয়া হয়।

বিষয়টি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ ভিরাসেকারা। মন্ত্রি পরিষদে প্রস্তাবটি তিনিই উত্থাপন করেছিলেন।

বোরকা নিষিদ্ধের এই প্রস্তাবটি এখন অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো হবে। এটি এখন আইন হিসেবে পাস হতে সংসদে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে সনংসদে এটি খুব সহজেই পাস হয়ে যাবে। কেননা সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন ক্ষমতাসীনদেগর দখলে রয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে শ্রীলঙ্কার একটি চার্চে আত্মঘাতী বোমা হামলায় ২৬০ জন নিহত হয়েছিলেন। এর পর দেশটিতে বোরকা পরা নিষিদ্ধ করা হয়।


সর্বশেষ সংবাদ