আফগান স্কুলছাত্রীদের প্রকাশ্যে গান গাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

  © ফাইল ফটো

আফগানিস্তানের স্কুলছাত্রীদের প্রকাশ্যে গান গাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার পর দেশটির শিক্ষা মন্ত্রণালয় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। গত সপ্তাহে জারি করা নিষেধাজ্ঞা নিয়ে আজ সোমবার এক বিবৃতিতে জানানো হয়, নিষেধাজ্ঞার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না।

১২ বছরের বেশি বয়সী স্কুলছাত্রীদের প্রকাশ্যে গান গাওয়ায় আফগান সরকার নিষেধাজ্ঞা জারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির নারীরা তাদের পছন্দের গানগুলো আপলোড করে সরকারের সমালোচনা করে।

স্কুল ছাত্রীদের দলগত গান পরিবেশন আফগানিস্তানে যেকোনো অনুষ্ঠানের পরিচিত একটি দৃশ্য। গান পরিবেশনের নিষেধাজ্ঞাকে দেশটির সমাজে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে #আইএমমাইসং হ্যাশট্যাগ ব্যবহার করে গান নিষিদ্ধের তীব্র সমালোচনা চলছিল।


সর্বশেষ সংবাদ