নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী বাস তিস্তায়, নিহত ৪

যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে
যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে  © সংগৃহীত


ভারতের শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় উল্টে পড়ে। দুর্ঘটনাটি ঘটে কালিম্পং এবং সিকিম সীমান্তে রংপুরের কাছে। প্রাথমিকভাবে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত প্রায় ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, যাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে গ্যাংটকের দিকে যাচ্ছিল বাসটি। রংপুরের কাছে বাসটি খাদে পড়ে সরাসরি তিস্তায় গিয়ে আটকে যায়। নদীতে পানির স্তর কম থাকায় বাসটি তিস্তা পাড়েই আটকে যায়। খবর পেয়ে কালিম্পং এবং সিকিম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত বাসের ভেতর থেকে যাত্রীদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন। বাসে পর্যটকদের থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

কালিম্পংয়ের জেলাশাসক বালসুব্রহ্মণ্যম মনিয়াম জানান, উদ্ধার কাজ চলছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা চলছে।

এদিকে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছেন স্থানীয় প্রশাসন।


সর্বশেষ সংবাদ