ডেনমার্কে বাংলাদেশি যুবককে হত্যাচেষ্টা

সজীব আহমেদ
সজীব আহমেদ  © সংগৃহীত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন শহরে ছুরিকাঘাতে সজীব আহমেদ নামে বাংলাদেশি এক যুবককে হত্যাচেষ্টা করা হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে কোপেনহেগেন শহরের ভ্যালবি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ঘটনা পরপরই ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধারের পাশাপাশি অভিযান চালিয়ে ৬৫ বছর বয়সী ওই ড্যানিশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে বাংলাদেশি যুবককে হামলা করা হয়েছে, সে ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ বছর বয়সী সজীব আহমেদ নামের ওই আহত বাংলাদেশিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত সজীব আহমেদ ডেনমার্কের রস্কিলড ইউনিভার্সিটির ফেব্রুয়ারি ২০২৪ ইন্ট্যাকের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড লিডারশিপ বিষয়ের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।

পুলিশ সূত্র জানায়, সোমবার সকালের দিকে কোপেনহেগেন শহরের ভ্যালবির টফটেগার্ড প্ল্যাডস নামক এলাকায় রাস্তা দিয়ে হাঁটছিলেন সজীব আহমেদ। এসময় হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে এক ব্যক্তি ছুড়ি দিয়ে তার ওপর হামলা চালায়। এতে সজীবের কাঁধ মারাত্মকভাবে জখম হন। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পুরো এলাকা ঘিরে ফেলেন এবং আহত সজীবকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এ সময় তার কাঁধে প্রায় ১২টি সেলাই দেওয়া হয়। চিকিৎসাধীন সজীব কিছুটা সুস্থ বলে জানা গেছে।

পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, হামলাকারীকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, আমরা তদন্ত করে অচিরেই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারব।

তবে সজীবের সহপাঠী ও বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ হামলার পেছনে রেসিজম ইস্যু থাকতে পারে। এর আগেও একাধিকবার এ রকম ঘটনা ঘটছে। এর আগে গত ৭ জুন একইভাবে রাস্তায় ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপরও হামলার ঘটনা ঘটে।


সর্বশেষ সংবাদ