কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি অং সান সু চি

মিয়ানমারের জান্তার সামরিক অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি হন সাবেক গণতন্ত্রপন্থি নেত্রী নোবেলজয়ী অং সান সু চি। সম্প্রতি প্রচণ্ড গরমে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় তাকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করেছে জান্তা সরকার। দেশটির সামরিক সরকারের একজন মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মেজর জেনারেল জাও মিন তুন বলেন, “যখন থেকে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে, শুধু অং সান সু চি নন…বরং কারাগারের ওই সব বন্দি, যাদের এই সময়ে সুরক্ষা প্রয়োজন, বিশেষ করে বয়স্ক বন্দিদের সুরক্ষায় আমরা কাজ করছি। যাতে তাদের হিটস্ট্রোকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করা যায়।”

এ খবরের সত্যতা যাচাই করতে বার্তা সংস্থা রয়টার্স থেকে জাও মিন তুন এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি সাড়া দেননি।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ৭৮ বছর বয়সী সু চির সরকারকে উৎখাত করা হয় এবং এরপর থেকে মিয়ানমারের সেনাবাহিনী তাকে আটক করে রেখেছে। রাষ্ট্রদ্রোহ এবং ঘুষ থেকে শুরু করে টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘন পর্যন্ত অপরাধের দায়ে নোবেলজয়ী এই নেত্রীকে ২৭ বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে হয়েছে।


সর্বশেষ সংবাদ