মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়ালো ফিলিস্তিনে, ২৪ ঘণ্টায় নিহত ১৭৮
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৪:৫৮ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ০৬:১১ PM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ১৭৮ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার (২১ জানুয়ারি) জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে গাজার হাসপাতালে প্রায় ৩০০ জন আহতের সাথে কমপক্ষে ১৭৮টি মৃতদেহ আনা হয়েছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলি হামলা নারী ও শিশুরা প্রধান শিকার।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ১৫টি পরিবারের গণহত্যা চালিয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্রমবর্ধমান অভ্যন্তরীণ সমালোচনার সম্মুখীন হওয়ায় গাজা জুড়ে আক্রমণের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চালিয়েছে।
আরও পড়ুন: ক্ষুধা-তৃষ্ণায় মৃত্যুর মুখোমুখি ৮ লাখের বেশি ফিলিস্তিনি
জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ বলছে গাজায় প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে—যার মধ্যে প্রায় ১ মিলিয়ন রাফাহ ক্রসিংয়ের কাছে রয়েছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনে এখন পর্যন্ত অন্তত ২৫১০৫ জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ৬২৬৮১ জন। এর মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।