ভারতের মণিপুরে তুমুল বন্দুকযুদ্ধ, নিহত ১৩

  © সংগৃহীত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে অজ্ঞাত দুটি সশস্ত্র গোষ্ঠীর মাঝে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিগত সহিংসতায় মণিপুরে ১৮০ জনের প্রাণহানির ঘটনার সাত মাস পর বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটেছে। রাজ্যের কর্মকর্তারা বলেছেন, মণিপুরের তেংনোপাল জেলার একটি গ্রামে ভয়াবহ বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। পরে ওই এলাকা থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। যাদের প্রত্যেকের শরীরে বুলেটের একাধিক আঘাতের ক্ষত রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে রাজ্য পুলিশের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা টেলিফোনে রয়টার্সকে বলেছেন, উদ্ধারকৃত মরদেহের পাশে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘‘তাদের হত্যার পর অস্ত্র লুট করে নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’’

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ‘আজ (ডিসেম্বর ৪) মণিপুরের টেংনুপাল জেলায় জঙ্গিদের দু’টি গ্রুপের মধ্যে বন্দুক-যুদ্ধে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।’ সোমবার দুপুরে লেইথু গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তারা।

এ পার্বত্য জেলার এক কর্মকর্তা বলেছেন, ‘মিয়ানমার যাওয়ার পথে একদল জঙ্গি ওই এলাকায় প্রভাবশালী বিদ্রোহীদের আরেকটি দল দ্বারা অতর্কিত হামলার শিকার হয়।’

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সংঘর্ষের ফলে ব্যাপক হতাহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ১৩ লাশ পেয়েছে। মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্ত অনুসারে - মৃতরা স্থানীয় বাসিন্দা নয়।


সর্বশেষ সংবাদ