রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় ৬ জন নিহত

হামলাস্থলে নিরাপত্তাকর্মী
হামলাস্থলে নিরাপত্তাকর্মী  © সংগৃহীত

রাশিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় পাঁচ শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। সোসবার (২৬ সেপ্টেম্বর) রুশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি

বিবিসি জানায়, মধ্যাঞ্চলের ইজহেভস্ক শহরে এ হামলা চালয় এক বন্দুকধারী। হামলার সময় স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন হামলায় এক নিরাপত্তারক্ষী এবং পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে।

তবে কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। বন্দুকধারী হামলা চালানোর পর পরই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: শ্বশুর হলেন আসিফ।

বিভিন্ন গণমাধ্যমে ঘটনাস্থলের বেশি কিছু ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে স্কুলের মেঝেতে রক্ত পড়ে আছে।

তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই হামলাকারীর কাছে সম্ভবত দুটি পিস্তল ছিল।ইতোমধ্যেই স্কুলটি থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ