আমিরাতের সহায়তায় ৮ বিভাগে স্পোর্টস হাব

আমিরাতের সহায়তায় ৮ বিভাগে স্পোর্টস হাব
আমিরাতের সহায়তায় ৮ বিভাগে স্পোর্টস হাব  © সংগৃহীত

স্পোর্টস ভিলেজ বা হাবের পরিকল্পনা দীর্ঘদিনের। তবে নানান সীমাবদ্ধতায় তা আলোর মুখ দেখেনি। এবার সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

রোববার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিষয়টি জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। সংযুক্ত আরব আমিরাতের সহায়তা করবে। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করব।’

আসিফ বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টাকে (স্যার) আমরা বিষয়টি বলেছিলাম। (স্যার) যখন আরব আমিরাত সফরে গিয়েছিলেন তখন স্যারটি বিষটি আলোচনা করেন এবং আরব আমিরাত আমাদের এই বিষয়ে সহায়তা করতে চায়।’ 

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ে এই বিষয়ে ডিজাইনিং ও অন্য বিস্তারিত কাজ করছে। কী পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আমরা জানাব। আশা করছি সামনের অর্থ বছরেই কাজ শুরু করতে পারব।’


সর্বশেষ সংবাদ