আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে ইনডেক্সধারী শিক্ষকদের মানববন্ধন ৩০ জুন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ফটো

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি কিংবা বিশেষ উপায়ে প্রতিষ্ঠান পরিবর্তনের দাবিতে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. সাকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি মো. সরোয়ার বলেন, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া শিক্ষকদের বদলির উদ্যোগ ভেস্তে যাওয়ায় আমরা হতাশ। এত অল্প বেতনে শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে মানবেতরভাবে জীবনযাপন করছেন। পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না। সরকার বদলির উদ্যোগ নিলেও কয়েক কর্মকর্তার বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার পদ ফাঁকা থাকলেও ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ নেই। এ অবস্থায় আন্দোলন ছাড়া বিকল্প কিছু নেই।

তিনি আরও বলেন, ৪র্থ গণবিজ্ঞপ্তির আগে হুট করে শিক্ষক নীতিমালার ৭ নম্বর ধারা বাতিল করে দেওয়া হয়। এর ফলে ইনডেক্সধারীদের নিজ বাড়ির কাছের প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। আন্দোলনের মুখে এনটিআরসিএর কর্তাব্যক্তিরা বদলির আশা দেখালেও তা পূরণ হয়নি। আমরা নিজ বাড়ির কাছে যেতে চাই। স্ত্রী-সন্তানদের ছেড়ে থাকার ব্যথা কেউ বোঝে না। আমাদের দাবি আমাদেরই আদায় করতে হবে। দাবি আদায়ে আমরা কঠোর কর্মসূচির দিকে যাচ্ছি। এর অংশ হিসেবে আগামী ৩০ জুন এনটিআরসিএর কার্যালয়ের সামনে সকাল ৯টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।


সর্বশেষ সংবাদ