১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু সেপ্টেম্বরে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা সেপ্টেম্বরের মধ্যে শুরুর পরিকল্পনা করা হয়েছে। এজন্য দ্রুত ভাইভা বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর মাসে অবসরে যাবেন এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান। চেয়ারম্যানের অবসরের পূর্বেই ১৭তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ করতে চায় সংস্থাটি। এজন্য দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হয়েছে।

ওই সূত্র আরও জানায়, মৌখিক পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে ৬ থেকে ৮টি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বোর্ডে একজন করে বিশেষজ্ঞ থাকবেন। এই বিশেষজ্ঞ চুড়ান্ত করণ শেষে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সদস্য (অতিরিক্ত দায়িত্ব, পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এস এম মাসুদূর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে ১৭তম নিবন্ধনের সকল কার্যক্রম শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু করতে পারব।

সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষা শুরুর বিষয়ে তিনি বলেন, মৌখিক পরীক্ষা শুরুর আগে আমাদের ভাইভা বোর্ড গঠন করতে হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। এই কাজগুলো শেষে মৌখিক পরীক্ষা শুরু করা হবে। আশা করছি সেপ্টেম্বর থেকেই মৌখিক পরীক্ষা শুরু করতে পারব।

গতকাল বুধবার দিবাগত রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ২৬ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।

লিখিত পরীক্ষায় স্কুল পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন ১৯ হাজার ৯৫ জন। স্কুল পর্যায়-২ এ ২ হাজার ১০১ জন ও কলেজ পর্যায়ে ৫ হাজার ৪৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করে এনটিআরসিএ। সে বছর প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও করোনা মহামারির থাবায় তা সম্ভব হয়নি। পরে ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিতে ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৮২৫ জন প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।


সর্বশেষ সংবাদ