ভিসা ছাড়াই ব্রাজিলে যেতে পারবেন বাংলাদেশিরা

চুক্তি স্বাক্ষর
চুক্তি স্বাক্ষর  © ফাইল ছবি

ভিসা ছাড়াই ব্রাজিলে যেতে পারবেন বাংলাদেশি সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার (১৯ জুলাই) ব্রাজিলের পররাষ্ট্র দফতরে বাংলাদেশ ও ব্রাজিলের স্বাক্ষরিত ভিসা সহযোগিতা চুক্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাংকো এই চুক্তিতে স্বাক্ষর করেন। 

ব্রাজিল সফরে দুই দেশের মধ্যে নানা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি, সয়াবিন থেকে শুরু করে বিভিন্ন পণ্যের বাজার বাড়াতেও সম্মতি জানিয়েছে দু'দেশ। এনার্জি, টেকনোলজির নানান সেক্টরেও বাংলাদেশকে পাশে নিয়ে হাটতে চায় ব্রাজিল।

এছাড়া ইউক্রেন যুদ্ধের রোষাণলে রোহিঙ্গা সংকট বিষয়টি যেন হারিয়ে না যায়, সেই চেষ্টার আশ্বাস দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ ব্রাজিল।

আরও পড়ুন: পদ্মা সেতু দেখতে মমতাকে শেখ হাসিনার আমন্ত্রণ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এ সফরে ফলপ্রসু আলোচনা হয়েছে। আমরা কিছু তরুণ ব্যবসায়ীদের নিয়ে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার গঠন করেছি। ব্রাজিলের সাথে যারা ব্যবসা করতে আগ্রহী তারা খুব সহজেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের উন্নত আয়ের দেশে যেতে হলে অবশ্যই মুক্ত বাণিজ্যে দরকার। সেটি শুধু ব্রাজিল কেন্দ্রিক না। সব দেশের সাথেই হতে পারে। আমরা আমাদের সম্পর্ক বাড়াতে চাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্রাজিল সফর এবং ব্রাজিলের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের বিষয়ে আলোচনা হয়েছে।  

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাংকো বলেন, দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠানের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জনশক্তি রফতানিসহ ব্যবসা-বাণিজ্যের নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করছে সরকার। পশ্চিমা বিশ্বের বাইরে অগ্রসরমান অর্থনীতির দেশ ব্রাজিল সেই ক্ষেত্র হিসেবে দারুণ সুযোগ তৈরি করতে পারে। এরই অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য দেশটিতে যাতায়াত সহজ করতে দুদেশের মধ্যে ভিসা সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়।


সর্বশেষ সংবাদ