ফরিদপুরের পর শরীয়তপুরের ৪০ গ্রামেও রোজা শুরু

ফরিদপুরের পর শরীয়তপুরের ৪০ গ্রামেও রোজা শুরু
ফরিদপুরের পর শরীয়তপুরের ৪০ গ্রামেও রোজা শুরু  © ফাইল ছবি

সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা আজ শনিবার (২ এপ্রিল) থেকে রোজা শুরু করেছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে শত বছর ধরে এভাবেই সিয়াম সাধনা করে আসছেন তারা। দরবার শরীফের গদিনশিন কামাল হোসেন নূরি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুরেশ্বর দরবার শরীফের যারা অনুসারী তারা যেখানেই আছেন প্রত্যেকেই আজ থেকে রোজা রেখেছেন। শরীয়তপুরের অন্তত ৪০টি গ্রামের ভক্ত-অনুসারীরা রোজা পালন করছেন। শুধু রোজা নয় ঈদুল আজহাও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি।

আরও পড়ুন: রোজা শুরু করলেন ফরিদপুরের ১২ গ্রামের মানুষ

এদিকে, সৌদি চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে শুক্রবার রাতে জানানো হয়, শনিবার রমজান মাস শুরু হবে। সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে রমজান শুরু হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর।

শরীয়তপুরের সঙ্গে ফরিদপুরেরও ১২ গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার ভোরে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেছেন। ওই এলাকার প্রবীন ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, ১৯২৮ সাল থেকেই সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোর সাথে মিল রেখে রোজা পালন করে আসছেন তারা।

এসব গ্রামের মানুষরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে অগ্রীম দুটি ঈদও পালন করে আসছেন।


সর্বশেষ সংবাদ