অনলাইনে ট্রেনের টিকিট কাটতে নতুন নিয়ম, আগের ব্যবস্থা বাতিল

বদলে যাচ্ছে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
বদলে যাচ্ছে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম  © প্রতীকী ছবি

রেলসেবা অ্যাপ বা আগের ওয়েবসাইটের মাধ্যমে আর কাটা যাবে না ট্রেনের টিকিট। এখন থেকে অনলাইনে শুধু নতুন ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রি করবে সহজ লিমিটেড। আগামী ২৬ মার্চ থেকে নতুন নিয়মে টিকি কাটা যাবে। ট্রেনের টিকিট বিক্রির জন্য সম্প্রতি দায়িত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি।

সহজের একজন কর্মকর্তা জানান, ‘রেলসেবা অ্যাপে আপাতত টিকিট পাওয়া যাবে না। রেল কর্তৃপক্ষ আমাদের বললে অ্যাপেও টিকিট দেওয়ার কাজ করা হবে।’

এদিকে গত ২১ মার্চ থেকে অনলাইনে টিকেট বিক্রি বন্ধ রয়েছে। আগামীকাল ২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে হাতে লিখে পুরোনো নিয়মে টিকিট বিক্রি করা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। তবে ২৬ মার্চ থেকে এ ভোগান্তি কমে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওই দিন থেকে অনলােইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট বিক্রি করা হবে।

আরো পড়ুন: ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছে বিদ্যুৎ বিভাগ

সংশ্লিষ্টরা জানান, নতুন ওয়েবসাইট থেকে টিকিট পেতে প্রয়োজনীয় তথ্য দিয়ে খুলতে হবে নতুন অ্যাকাউন্ট। পুরোনো ওয়েবসাইট ও অ্যাপের অ্যাকাউন্টের তথ্য দিয়ে লগইন করা যাবে না নতুন সাইটে।

গত ১৫ ফেব্রুয়ারি পাঁচ বছরের জন্য ট্রেনের টিকিট বিক্রির জন্য সহজের সঙ্গে চুক্তি হয় রেলওয়ের।


সর্বশেষ সংবাদ