আমাদের ছেলেমেয়েরা দেখতে সুন্দর, অভিনয়েও প্রতিভাবান: তথ্যমন্ত্রী

টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান
টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান  © সংগৃহীত

দেশে মৌলিক সঙ্গীতচর্চা যারা করেন তাদের পুরষ্কৃত ও উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, মৌলিক বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। দেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়িয়ে দিতে হবে। কারণ সাংস্কৃতিক কার্যক্রম বেশি হলে নতুন প্রজন্ম বিপদগামী হবে না।

আজ শনিবার (১২ মার্চ) দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর আয়োজনে স্বাধীনতার ৫০ বছর ও মুজিববর্ষ উপলক্ষে টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ আরও বলেন, এ দেশে যেমন মেধাবী পরিচালকরা রয়েছেন, তেমনি আমাদের ছেলেমেয়েরা দেখতে সুন্দর, অভিনয়েও প্রতিভাবান। বিদেশি দ্বিতীয়, তৃতীয় গ্রেডের শিল্পীদের এনে বিজ্ঞাপন-সিনেমা বানানোর খুব প্রয়োজনীয়তা অনুভূত হয় না। মুক্তবাজার অর্থনীতির যুগে আমরা কাউকে মানা করছি না, বিদেশি শিল্পী কেউ আনতে চাইলে আনবে, সরকারের প্রাপ্য কর দিতে হবে।

টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন—মমজাত বেগম এমপি, সাংবাদিক ও কথাসাহিত্যিক আনিসুল হক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক সভাপতি আবদুর রহমান, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক কাদের খান, বিশিষ্ট গীতিকার হাসান মতিউর রহমান, রবীন্দ্র সঙ্গীতশিল্পী সোহেলা হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক ড. হামিদা খানম, সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক শাহজাহান চৌধুরী, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, বাংলা কারস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, নভোএয়ারের এমডি মফিজুর রহমান, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, তিস্তা সোলার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, এসিআই ইয়ামাহার নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, এটিএন বাংলার উপদেষ্টা মিডিয়া ব্যক্তিত্ব তাশকি আহমেদ, গ্লোবাল ব্র্যান্ডস অ্যান্ড টেলিপ্রেস সিইও অ্যান্ড প্রেসিডেন্ট কবি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম, চ্যানেল আই'র বিশেষ সংবাদদাতা ও মেট্রোসেম টু দ্য পয়েন্ট উপস্থাপক সোমা ইসলাম, বাঘ ইকো মটরসের প্রেসিডেন্ট কাজী জমিসুল ইসলাম বাপ্পী, গীতিকার-অভিনেতা ও প্রযোজক শেখ শাহ আলম, প্রযোজক ও সাবেক সিনিয়র জেলসুপার মো. ফরমান আলী।

চলচ্চিত্র প্রযোজক ও সংগঠন খোরশেদ আলম খসরু, বাংলাদেশ টেলিভিশনের সরাসরি ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ হিল্লোলের প্রযোজক নূর আনোয়ার রঞ্জু, রন্ধন শিল্পী নিপা রাজ্জাক, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক মুনা চৌধুরী, ত্রিমাত্রা লিমিটেডের চেয়ারম্যান নাহিদ আক্তার লাকী,লেখক শিক্ষাবিদ ও সমাজসেবক কামরুন নাহার পলিন, মেকআপ আর্টিস্ট সালমা সারোয়ার কবিতা, ফ্যাশনকোরিওগ্রাফার ও মডেল সৈয়দ রুমা, ফ্র্যাগ গার্লের ডিরেক্টর অ্যান্ড প্রোডিউসার প্রিয়তা ইফতেখার, টকটু এক্সপার্ট ফাউন্ডার ড. তোউহিদা রহমান ইরিন, কন্টেন্ট ক্রিয়েটার কামুন নাহার ডানা।

এছাড়া ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও হাউস অব কাউসের কো ফাউন্ডার কারিনা কায়নার, সাংবাদিক সংগঠক এ জিহাদুর রহমান জিহাদ, সাংবাদিক- সংগঠক এরফানুল হক নাহিদ, দৈনিক ইত্তেফাকের ফিচার সম্পাদক খালেদ আহমেদ, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক সোহেল আহসান, বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সম্পাদক আলী আফতাব, বিটিভির সংবাদদাতা শফিউল্লাহ সুমন, ঢাকা ট্রিবিউনের এডিটর সাদিয়া খালিদ রিতি, ফ্যাশন ডিজাইনার আনিসুর রহমান আনিস, গীতিকার কাজী ফারুক বাবুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সংবাদ পাঠক খন্দকার মিজানুর রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয়, সাংবাদিক সংগঠক সৈয়দ ওমর ফারুক, ফোরলাইফ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এ কে এম জুনাইদ।

চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন্নাহার শাহনূর, কেয়া, পূজা চেরী, বিপাশা কবির, অধরা খান, রেহমুনা মোস্তফা, শিরিন শিলা, নবাগত চিত্রনায়িকা প্রিয়মনি ও অভিনয় শিল্পী নওরিন নাহার রিধী, সঙ্গীত বিভাগ আশরাফ উদাস, ফকির শাহাবুদ্দিন চৌধুরী এস ডি রুবেল, মেহরীন, দিনাত জাহান মুন্নী, বিন্দু কনা টিভি তারকা তারিন জাহান, তানভিন সুইটি ও নৃত্যশিল্পী কবিরুল ইসলাম রতনকে টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ট্রাবের সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বেক্সিমকো কমিউনিকেশন্সের সিএফও মো. লুৎফর রহমান, নভোএয়ারের এমডি মফিজুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাবের সাধারণ সম্পাদক অঞ্জন রহমান ও উপস্থাপনা করেন খন্দকার ইসমাইল।


সর্বশেষ সংবাদ