শিশুদের কমিউনিটি পুলিশিংয়ে অনুপ্রাণিত করতে হবে: জাফর ইকবাল

ড. জাফর ইকবাল
ড. জাফর ইকবাল   © ফাইল ফটো

লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবাল বলেছেন, পুলিশকে তার সংশ্লিষ্ট কমিউনিটির মানুষের সাথে মিশতে হবে, সুখে-দুঃখে তাঁদের পাশে থাকতে হবে। এছাড়া প্রাথমিক স্কুল থেকেই শিশুদের অনুপ্রাণিত করতে হবে। তাহলেই বাল্য বিবাহসহ ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।

শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘কমিউনিটি পুলিশিং  ডে-২০২১’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধে রাজারবাগে পুলিশের ভূমিকার স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘আমি  যেন একটি তীর্থস্থানে এসেছি। এটি এমন এক জায়গা যেখান থেকে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে প্রথম বুলেটটি ছুড়ে প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলা হয়েছিল।’

‘কমিউনিটি পুলিশিং  ডে-২০২১’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। 

এছাড়া ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। 

সূত্র: বাসস


সর্বশেষ সংবাদ