পূজামণ্ডপে হামলার দায় স্বীকার নুরের দলের নেতার

আদালত প্রাঙ্গন
আদালত প্রাঙ্গন  © ফাইল ফটো

চট্টগ্রামের জেএমসেন হলের পূজামণ্ডপে হামলার চেষ্টা,  ব্যানার-ফেস্টুন ছেড়াসহ পুলিশের উপর হামলার কথা স্বীকার করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠন যুব অধিকার নেই নেতা হাবিবুল্লাহ মিজান। মিজান যুব অধিকার পরিষদের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দীন। তিনি বলেন, মিজানসহ ৯ আসামিকে একদিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয়েছিল। এসময় মিজান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালতে মিজান জানায়, পরিকল্পনা অনুযায়ী তারা জেএমসেন হল এলাকায় মিছিল করে। ঘটনার আগেরদিন ১৩ অক্টোবর শ্রমিক অধিকার পরিষদের নেতা মোক্তার আহমেদের বাসায় বৈঠক হয়। পরদিন ১৪ অক্টোবর জুম্মার নামজ শেষে সাধারণ মুসল্লিদের নিয়ে মিছিল বের করেন। এসময় জেএমসেন হলের ব্যানার-পোস্টার ছেড়া হলে পুলিশ গুলি ছোড়ে। পরে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।


সর্বশেষ সংবাদ