আকাশে পাইলট অসুস্থ, ভারতে জরুরি অবতরণ বাংলাদেশের বিমানের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ০৪:২৬ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২১, ০৪:২৬ PM
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানের ক্রু মেম্বার, যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন। পাইলট অসুস্থবোধ করায় জরুরি ফ্লাইটটি জরুরি অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণ করা ওই ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ফিরছিল। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বোয়িং ৭৩৭ বিমানটির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ঢাকায় ফেরার পথে ওই ফ্লাইটটিতে পাইলট ক্যাপ্টেন নওশাদ অসুস্থবোধ করেন। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর বিমানটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে। তিনি জানান, পাইলটকে চিকিৎসা দেওয়া হয়েছে। যাত্রী, ক্রু সবাই নিরাপদে আছেন। যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বিমানের আরেকটি ফ্লাইট নাগপুরে পাঠানো হবে।
জানা গেছে, ফ্লাইটটিতে ১২২ জন যাত্রী ছিলেন। জরুরি উড়োজাহাজের কোনও ক্ষয়ক্ষতি হয়নি, যাত্রীরাও নিরাপদে আছেন। যাত্রীদের এয়ারক্রাফট থেকে নামিয়ে টার্মিনালের লাউঞ্জে নেওয়া হয়েছে।