মিরপুরে গ্যাস বিস্ফোরণে আহত আরও ২ জনের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ১০:১৪ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২১, ১০:১৪ AM
গতকাল রাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয় তাদের।
এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। সবশেষ মৃত দুজন হলেন সুমন (৪০) ও শফিকুল ইসলাম (৩৫)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসাইন জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ওই দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে শফিকুলের দেহের ৮৫ শতাংশ ও সুমনের ৪৫ শতাংশ পোড়া ছিল।
আবাসিক সার্জন আরও জানান, বিস্ফোরণে দগ্ধ রওশন আরার অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।