আজহারী-তারেক মনোয়ারের আবেগঘন দৃশ্য ভাইরাল
- আবদুর রহমান, নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৫:১৯ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২০, ০৫:১৯ PM

ইসলামি বক্তা মাওলানা তারেক মনোয়ার ও ড. মিজানুর রহমান আজহারীর আবেগ জড়ানো একটি দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে ভিডিওটি ফেসবুক টাইমলাইনে শেয়ার করছেন। গত বুধবার এমন দৃশ্য দেখা যায় লক্ষ্মীপুরের সদর থানার বেড়িরমাথা সংলগ্ন এক মাহফিলে। যে মাহফিলে ওই দুই বক্তা অংশ নিয়েছেন। জানা গেছে, দীর্ঘ ১২ বছর পরে এক মঞ্চে উঠলেন তারা।
মাহফিলে দুজনেই আবেগে আপ্লুত হয়ে ওঠেন। একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। আর তাদের এই ভ্রাতৃত্ব বন্ধনের দৃশ্য দেখল লাখো লাখো মুসল্লি। ভিডিওতে দেখা গেছে, মিজানুর রহমান আজহারী যখন বক্তব্য দিচ্ছেন হঠাৎই মঞ্চে উঠে আসেন তারেক মনোয়ার। তিনি আজহারীকে জড়িয়ে ধরে কেঁদে দেন। এ সময় আজহারী দাঁড়িয়ে পড়েন। তারেক মনোয়ার তার কপালে চুমু দেন। এমন দৃশ্য দেখে উপস্থিত মুসল্লিরাও আপ্লুত হয়ে ওঠেন। তাদের অনেকেই দাঁড়িয়ে যান।
জানা গেছে, আজহারী ও তারেক মনোয়ার মাহফিলে আসবেন জেলে শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই লাখো লাখো মুসল্লির ঢল নামে। আগের দিন থেকেই দূর-দুরান্ত থেকে মানুষ এসে মাহফিল স্থানে জমায়েত হতে থাকেন। মাহফিলের আয়োজক সংগঠনটির দাবি, আজহারীর এই তাফসির মাহফিলটিতে ৫ লাখের বেশি মুসল্লির জমায়েত হয়েছেন।