সাধারণ বগিতে বসে ময়মনসিংহ গেলেন মার্কিন রাষ্ট্রদূত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯, ০৫:১১ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৫:১১ PM
মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার মঙ্গলবার ময়মনসিংহ সফর করেছেন। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং আইন প্রয়োগ সংক্রান্ত সহযোগিতার বিষয় এগিয়ে নেয়া ছিল তার এ সফরের লক্ষ্য। সবকিছু ঠিকই ছিল; কিন্তু চোখ কপালে উঠে যায়, যখন জানা গেল, সাধারণ যাত্রীদের সঙ্গে তাদেরই পাশে বসে ভ্রমণ করছেন তিনি।
তথ্যমতে, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী লাল-সবুজ আন্তঃনগর তিস্তা ট্রেনে চেপে বসেন মিলার। কোনো স্লিপার কোচ, স্যালুন কোচ, বিশেষ কোচ কিংবা কেবিন নয়; তার সিট চিল ট্রেনের ১৩১৫ নং বগির তথা কোচ নং ‘চ’ এ সাধারণ যাত্রীদের সঙ্গে।
যাত্রাপথে গফঁরগাও এবং ময়মনসিংহ স্টেশন পরিদর্শন করেন মিলার। এসময় তিনি প্লাটফর্মের অবস্থানরত সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং রেল ভ্রমণে সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। সাধারণ বগিতে চেপে ভ্রমণ করা মার্কিন রাষ্ট্রদূতের কিছু ছবি সোশ্যাল সাইটে গতকাল থেকেই ভাইরাল হয়ে গেছে।