ছাত্রদল নেতা বহিষ্কার, প্রতিবাদে বিএনপি নেতার কুশপুত্তলিকা দাহ

বিএনপি নেতার কুশপুত্তলিকা দাহ
বিএনপি নেতার কুশপুত্তলিকা দাহ  © টিডিসি ফটো

ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের কুশপুত্তলিকায় জুতার মালা দিয়ে জ্বালিয়ে দেন দলীয় নেতাকর্মীরা। শুক্রবার (৭ মার্চ) দাগনভূঞা পৌর শহরে এ কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে গত আড়াই মাস ধরে দ্বন্দ্ব চলে আসছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের মতাদর্শ অনুসরণ না করায় দলীয় নেতাকর্মীদের তিনি একাধিকবার হামলা করেছেন। সর্বশেষ রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে বিগত সরকারের সময়ে নির্যাতিত জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে সংগঠন থেকে বহিষ্কার করানো হয়েছে। তারই প্রতিবাদে আজকের এই কর্মসূচি পালন করা হয়েছে।

জেলা যুবদলের সাবেক সদস্য পেয়ার আহম্মদ আকাশ বলেন, দলের দুঃসময়ে পাশা থাকা নির্যাতিত নেতার সঙ্গে এমন আচরণ কাম্য নয়। ছাত্রদল নেতা ফটিক রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অবিলম্বে তার এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। 

উপজেলা যুবদল নেতা আফসার বলেন, এই সময়ে এসে দলের ত্যাগী নেতা ফটিককে নিয়ে এমন সিদ্ধান্তে রীতিমতো আশ্চর্য হয়েছি। দলের একটি পক্ষ প্রভাব খাটিয়ে ঢাকা থেকে তাকে বহিষ্কার করেছেন। আমরা তৃণমূলের নেতাকর্মীরা শিগগিরই এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি করছি। 

আয়োজিত কর্মসূচিতে যুবদল নেতা মামুনের সভাপতিত্বে এতে ফেনী জেলা যুবদলের সাবেক সদস্য পেয়ার আহম্মদ আকাশ, সাবেক সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজ, উপজেলা যুবদল নেতা আফসারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নিজ দলীয় নেতাকর্মীরা কুশপুত্তলিকায় জুতার মালা দিয়ে জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে জানতে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনকে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।

অন্যদিকে, দাগনভূঞা বিএনপি কুশপুত্তলিকায় জুতার মালা দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, আজকে যা হয়েছে তা আমার জানা ছিল না, আমি মিছিলে ছিলাম না। আর আমাকে জিজ্ঞেস করেও করা হয়নি। তবে, যা হয়েছে তা আমার দৃষ্টিতে দাগনভূঞার রাজনীতির জন্য অশনী সংকেত যেটা কোনো ভাবে গ্রহণযোগ্য নয়। আমি কাউকে অপমান করলে কাল আমাকেও অপমানিত হতে হবে। আমাদের দাগনভূঞা বিএনপি অভিভাবক উনি (আকবর) তার বিরুদ্ধে এরকম কিছু হওয়া সাবলীল নয়। তবে নেতাকর্মীরা এটি কেন করেছে আপনারও বুঝতে পারছেন আমি বুঝতে পারছি।

এর আগে, গত ৪ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে বহিষ্কার করা হয়। বাংলাদেশ  ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এ ছাড়া বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে গত আড়াই মাস ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকসহ বিএনপির নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।

এদিকে, গত ৫ মার্চ রাতে ফটিককে বহিষ্কার করার প্রতিবাদে মশাল মিছিল করে তার অনুসারীরা।


সর্বশেষ সংবাদ