রমজানে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে পাবনা জেলা প্রশাসকের বাজার মনিটরিং

বাজার তদারকি করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল হক
বাজার তদারকি করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল হক  © টিডিসি ফটো

পাবনায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। রবিবার (২ মার্চ) দুপুরে তার নেতৃত্বে শহরের বড় বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই, পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রশীদ ও মুনাফার হার তদারকি করা হয়।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে মোহাম্মদ মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ’আমরা আসছি ক্রেতা বিক্রেতা উভয়কে সতর্ক করতে। যাতে পণ্যের মূল্য বেশি নেয়া না হয়। বিক্রেতা যেখান থেকে পণ্য কিনবে, সেটার যেন ভাউচার সংগ্রহ থাকে। এতে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। অতি মুনাফা লোভী ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি এ বি এম ফজলুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান। 


সর্বশেষ সংবাদ