ফেসবুকে ডা. তাসনিম জারার নামে অবৈধ ওষুধের ভুয়া বিজ্ঞাপন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ PM

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার নামে প্রচারিত যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপনের স্ক্রিনশট প্রচার করা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে যে প্রচারিত বিজ্ঞাপনটি ডা. তাসনিম জারা প্রচার করছেন যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এই বিজ্ঞাপনটি ডা. তাসনিম জারা প্রচার করেননি। বরং, এটি তার নামে চালু থাকা একটি ভুয়া ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, বিজ্ঞাপনটি ডা. তাসনিম জারার অফিশিয়াল ফেসবুক পেজ বা ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রচার হয়নি। পেজটির প্রোফাইল ছবির সঙ্গে তাসনিম জারার আসল ছবির পার্থক্য রয়েছে, এবং পেজটিতে ভেরিফায়েড টিক চিহ্নও নেই।
রিউমর স্ক্যানার জানায়, ভুয়া পেজটি ২০২৪ সালের ২০ জুন ‘পাইলস হেলথ কেয়ার’ নামে তৈরি হয়েছিল এবং ৩ ফেব্রুয়ারিতে এর নাম পরিবর্তন করে ‘ডা. তাসনিম জারা’ রাখা হয়। এছাড়া, পেজটির ফলোয়ার সংখ্যা মাত্র ৩,১০০, যা তাসনিম জারার আসল পেজের ৫২ লাখ ফলোয়ারের তুলনায় অনেক কম। পেজটির ট্রান্সপারেন্সি সেকশন থেকে জানা যায়, এটি ভুয়া পেজ এবং এর কার্যকলাপ অবৈধ।
এ ছাড়া এ বিষয়ে অধিকতর অনুসন্ধান করলে দেখা যায়, ডা. তাসনিম জারার নামে আগে প্রচারিত এরূপ আরেকটি বিজ্ঞাপনের বিষয়ে ‘ডা. তাসনিম জারা অফিশিয়াল গ্রুপ’ নামের একটি ফেসবুক গ্রুপে সাহিদুল ইসলাম খোকন নামের একজন জিজ্ঞাসা করেন। উক্ত গ্রুপ পোস্টে ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করেন, ‘এরা প্রতারণা করছে। এদের থেকে সাবধান থাকবেন।’
এ বিষয়ে ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক গ্রুপে মন্তব্য করেছেন, ‘এরা প্রতারণা করছে। এদের থেকে সাবধান থাকবেন।’ রিউমর স্ক্যানারের অনুসন্ধান ও ডা. তাসনিম জারার প্রতিক্রিয়া স্পষ্ট করে যে, এই বিজ্ঞাপনটি মিথ্যা এবং এটি প্রতারণার অংশ।