বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ  © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত নগদের প্রশাসক বদিউজ্জামান দীদারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সবুজ দলের নেতৃত্বে সর্বদলীয় ঐক্য পরিষদ বিক্ষোভ সমাবেশ করেছে। 

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংক চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  

প্রতিবাদ সভায় বক্তারা এই হামলাকে পরিকল্পিত আক্রমণ হিসেবে উল্লেখ করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, অথচ তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রোকনুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আনিসুর রহমান, সবুজ দলের সভাপতি মিজানুর রহমান আকন, ভুক্তভোগী কর্মকর্তা বদিউজ্জামান দীদার, অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী এবং জিয়া পরিষদের প্রেসিডেন্ট আব্দুল কুদ্দুস।  

সমাবেশে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক আনিসুর রহমান বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের ছত্রচ্ছায়ায় নগদে দুর্নীতি ও লুটপাট হয়েছে। যারা এই অনিয়মের সঙ্গে জড়িত, তারা ব্যাংকের ভেতরে বা বাইরে যেই হোক, তাদের বিচার হওয়া উচিত। সবুজ দলের সভাপতি মিজানুর রহমান আকন বলেন, নগদের দুর্নীতি তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের কাজে বাধা দিতেই এই হামলা চালানো হয়েছে। এটি শুধু একজন কর্মকর্তার ওপর হামলা নয়, এটি বাংলাদেশ ব্যাংকের ওপর পরিকল্পিত আঘাত।  

জিয়া পরিষদের প্রেসিডেন্ট আব্দুল কুদ্দুস বলেন, কর্মকর্তারা যাতে নিরাপদে কাজ করতে পারেন, সে জন্য ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনকারীদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ভুক্তভোগী বদিউজ্জামান দীদার জানান, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা ধরনের হুমকি পাচ্ছিলাম। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হলেও তারা শুধু সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছিল। যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণেই আমি হামলার শিকার হয়েছি।  

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মকর্তাদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। এই হামলার ঘটনায় প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেটির দিকে নজর রাখছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও সাধারণ মানুষ।