চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের অনুপ্রবেশ, অতঃপর...
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ AM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ AM

চট্টগ্রাম বন্দরের জলসীমায় অনুপ্রবেশের করায় পানামার পতাকাবাহী একটি জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে জাহাজটি চট্টগ্রামে পৌঁছলে জরিমানা করে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী কোনো জাহাজ বন্দরের জলসীমায় প্রবেশের আগে অনুমতি নিতে হয়। তারপর জাহাজটিকে ঢোকার অনুমতি দেওয়া হয়। কিন্তু সোমবার মধ্যরাতে এমটি ডলফিন-১৯ নামে পানামার পতাকাবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় ঢুকে পড়ে। পরবর্তীতে জাহাজটিকে জরিমানার আওতায় আনা হয়। জাহাজটিতে ১১ হাজার ৬০০ টন জ্বালানি তেল ছিল। এটির দৈর্ঘ্য ১৪৫ দশমিক ৫০ মিটার এবং প্রস্থ ২৩ মিটার।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাহাজটি কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বন্দরের জলসীমায় ঢুকে পড়েছিল।