ময়মনসিংহের সীমান্তে ৩৩ বস্তা ভারতীয় চিনি জব্দ

জব্দকৃত চিনি
জব্দকৃত চিনি  © সংগৃহীত

ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা থেকে ৩৩ বস্তা (দেড় হাজার কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের বেলতলী চায়নামোড় থেকে চিনিগুলো জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৬ শত ৮৬ কেজি (৩৩ বস্তা) ভারতীয় অবৈধ চিনি জব্দ করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার ৭৫০টাকা।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়নের বান্দরকাটা বিওপির নায়েব সুবেদার মো. নিয়ামত আলী জানান, রাত সাড়ে ৮ টায় বেলতলী চায়না মোড় নামক স্থানে মেইন পিলার ১১৩২ এর ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় ৩৩ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়।


সর্বশেষ সংবাদ