নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার নিচ্ছেন শিক্ষার্থী
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার নিচ্ছেন শিক্ষার্থী  © টিডিসি ফটো

নোয়াখালীর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জিনাত রেহানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পাঁচজন বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দিনটি শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, শপথ বাক্য পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশনা, দলীয় নৃত্য পরিবেশনা, বেলুন উড়ানো ও মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়।

সমাপনী অধিবেশনে ২০২৩-২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এবং আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবর মো. জাকির হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আশরাফুল করিম চৌধুরী জসিম।

এ আয়োজনে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, গুণীজন, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত করে।


সর্বশেষ সংবাদ