শীতার্তদের মাঝে জিসান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:০৩ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:০৩ PM

লক্ষীপুরের চন্দ্রগন্জে শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ‘শহীদ সোলেমান উদ্দিন জিসান’র ১০ম মৃত্যু বার্ষিকীতে ‘জিসান ফাউন্ডেশন’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট রফিক উল্যাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ কালা মুন্সি।
ইয়াকুব মুন্না রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মেম্বার, বিএনপি নেতা মনির হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওমর খাঁন, শহীদ সোলেমান উদ্দিন জিসানের মেজো ভাই মো. মহিন উদ্দিন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন ভূইয়া প্রমুখ।