পুলিশ লাইন্স থেকে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  © সংগৃহীত

পটুয়াখালী পুলিশ লাইন্সের নারী ব্যারাক থেকে কনস্টেবল তৃষ্ণা বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে নারী ব্যারাকের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত তৃষ্ণা বিশ্বাস ২০২৩ সাল থেকে পটুয়াখালী পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি মাদারীপুরের ঢাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে।

পুলিশ সূত্র জানায়, তৃষ্ণাকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার সহকর্মীরা। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন। এরপরই অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম নুরুল আখতার নিলয়, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমেদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদসহ আরও অনেকে ঘটনাস্থলে আসেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, আমরা নিহত সদস্যের পরিবারকে খবর দিয়েছি। পরিবারের সদস্যরা এলেই মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence