দেরিতে ভাত দেওয়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু

  © সংগৃহীত

নীলফামারীতে দেরিতে ভাত দেওয়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রী দিনা আক্তারের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সদর উপজেলার রামনগর ইউনিয়নের হাতিবান্ধা এলাকার জুম্মাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে স্বামী মামুনকে ভাত দিতে দেরি করেন স্ত্রী দিনা। এর ক্ষোভে মামুন তার স্ত্রীকে থাপ্পড় মারে। পরে দিনা আক্তার মাটিতে পরে গেলে মামুন নিজেই স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা বেগতিক দেখে আবার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে মামুন পলাতক।

এদিকে দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দিনার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, স্বামীর শারীরিক নির্যাতনের পর স্ত্রীর মৃত্যুর ঘটনাটি শুনেছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে, এখনো কেউ অভিযোগ করেনি, যদি কেউ করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।


সর্বশেষ সংবাদ