সচিবালয়ে একই সময়ে ভবনের দুই প্রান্তে আগুন, যা বলছেন নেটিজেনরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ PM
রাজধানীতে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পরেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একই সময়ে একই ভবনের দুই প্রান্তে আগুন জ্বলছে।
ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তানভিরুল ইসলাম নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন, 'একই ভবনের যথেষ্ট দূরত্বে থাকা দুই পাশে একসাথে আগুন লাগে কীভাবে?'
রিজবি রাহাত নামে আরেকজন লেখেন, ‘একই ভবনের যথেষ্ট দূরত্বে থাকা দুই পাশে একসাথে আগুন লাগে কীভাবে? এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত আগুন?’ জিদান রফিক নামে একজনের ভাষ্য, ‘সরকারি আগুনও সুশৃঙ্খলভাবে লাগে, একই ভবনের দুই পাশে। আহ্! কী সুন্দর।’
মোহাম্মদ সোহান মৃধা লিখেছেন, ‘একই সাথে সচিবালয়ে একই ভবনের দুই দিকে আগুন লাগল। ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত হলো। ছোট্ট মাথায় প্রচুর খটকা। কাহিনি কী?’
আরো পড়ুন: দুর্নীতির নথিপত্র ধ্বংস করার জন্যই কী সচিবালয়ে পরিকল্পিত অগ্নিকাণ্ড —প্রশ্ন ইশরাক হোসেনের
পরান আব্দুল গাফফার নামে একজন বলেছেন, ‘গতকাল রাতে সচিবালয়ে আগুন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে জ্বলে উঠলো, মাঝখানে ফাঁকা রেখে একই বিল্ডিং এর দুই পাশে। ভাই আমি এই পাশে জ্বলতেছি, তুই ঐ পাশটায় জ্বল কেমন!’
উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।