ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপি-ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

মিরপুর ১০ নম্বরে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিক্ষোভ
মিরপুর ১০ নম্বরে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিক্ষোভ  © সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ করেছে কাফরুল থানা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর-১০ নম্বরে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আব্বাস আলী, কাফরুল থানা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ ভুইয়া, থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সুমন হোসেন, পশ্চিম ছাত্রদলের সদস্য শহিদুল প্রমুখ।

আরো পড়ুন: ঢাবির জগন্নাথ হলে ভারতীয় আগ্রাসনবিরোধী মিছিল হিন্দু শিক্ষার্থীদের

এ ছাড়া থানা বিএনপির সদস্য মামুন পাটোয়ারী, সাবেক যুগ্ম আহবায়ক আজহার, সদস্য আবুল কালাম আজাদ, মাকসুদূর রহমান মাসুদ, যুবনেতা মো. বাবুল, কাশেম, কাইয়ুম, সেচ্ছাসেবক দলের আলামিন, শফিক, আমির, সাদেম, রাসেলসহ প্রায় শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।


সর্বশেষ সংবাদ