জাতীয় নাগরিক কমিটির ঢামেক প্রতিনিধি কমিটি গঠন

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) ১০৩ সদস্য বিশিষ্ট চিকিৎসদের প্রতিনিধি কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এই কমিটি অনুমোদন করেছেন।

শুক্রবার রাতে জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজে ঢামেক কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়। ফেসবুক পেজে কমিটির সবাইকে অভিনন্দন জানানো হয়।

জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজে বলা হয়— ‘গঠিত হলো জুলাই অভ্যুত্থানে ফ্রন্টলাইনে থেকে সেবা দানকারী ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের প্রতিনিধি কমিটি।’

এতে আরওবলা হয়— ‘১০৩ সদস্য বিশিষ্ট চিকিৎসকদের এই প্রতিনিধি কমিটি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে তাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি৷ ‘অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করে তারুণ্যনির্ভর’ একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে নাগরিক কমিটি।

এর আগে ১৮ নভেম্বর ঢাকার কলাবাগান থানায় ১০৯ সদস্যের, ১৭ নভেম্বর কদমতলী থানায় ৫৬ সদস্যের এবং ১৬ নভেম্বর ধানমন্ডি ও রামপুরা থানায় ৫১ সদস্যের, চকবাজার থানায় ৬৯ সদস্যের, কামরাঙ্গীরচর থানায় ২০৫ সদস্যের, লালবাগ থানায় ৬১ সদস্যের প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি।

তারও আগে ১৩ নভেম্বর ভাটারা ও কাফরুল থানায়, ১০ নভেম্বর পল্লবী থানায়, ৯ নভেম্বর হাতিরঝিল থানায় এবং ৮ নভেম্বর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি। এ ছাড়া ১২ নভেম্বর টাঙ্গাইল সদর ও মধুপুর উপজেলায় প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ