মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:১৫ AM , আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১১:২২ AM
আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে প্যারাগুইয়েতে নিষিদ্ধ করা হলো মেসি ও আর্জেন্টিনার জার্সি। দক্ষিণ আমেরিকার দেশটির ফুটবল ফেডারেশন মেসির জার্সি পরিধানে জারি করেছে বিশেষ নিয়ম। ‘মেসি ১০’ লেখা জার্সি কিংবা আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে প্যারাগুইয়ান কোনো সমর্থক স্টেডিয়ামে ঢুকতে পারবে না।
নিয়মটির কথা প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া নিশ্চিত করেছেন।
আগামী ১৫ নভেম্বর ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনাকে স্বাগত জানাবে প্যারাগুয়ে। আর্জেন্টিনা-প্যারাগুয়ের এই ম্যাচে বিশেষ আকর্ষণ লিওনেল মেসি। এদিন নিশ্চিতভাবে অনেকেই মাঠে আসবেন মেসির খেলা দেখতে। এত কাছ থেকে মেসির খেলা দেখার সুযোগ নিশ্চয়ই হারাতে চাইবে না মেসিভক্তরা।
ভিলাসবোয়া বলেছেন, ‘আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেবো না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা থাকতে পারবেন না।’
মেসির সঙ্গে এই নিয়ম সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে, সেগুলোকে আমরা অনুমতি দেবো না। এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয়। এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য পদক্ষেপ নেওয়া।’
গ্যালারিতে জার্সি নিষিদ্ধ করার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত মার্চে ইন্টার মায়ামির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন কাপের ম্যাচে গ্যালারির নির্দিষ্ট কিছু অংশে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করেছিল ন্যাশভিলে।