অনেকে চাকরি পাওয়ার জন্যও ছাত্রলীগ করত: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,  অনেকেই ছাত্রলীগ করতো এই কারণে যে তারা একটা চাকরি পাবে। আজ শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। 

প্রেস সচিব বলেন, ছাত্রদের জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল ছাত্রলীগ। তারা ছিল ফ্যাসিবাদের পূর্ণ শক্তি। ছাত্রলীগ কী করেছে সেটা আপনারা দৃশ্যমান দেখেছেন। এছাড়াও অদৃশ্যমান শক্তি হিসেবে ফ্যাসিবাদের বয়ানও তৈরি করেছে তারা।

তিনি আরও বলেন, পুরো চাকরি সেক্টরে নীরব বৈষম্য তৈরি করে রেখেছিল। যেটা দেখছি কিন্তু কিছু বলতে পারছি না। আমার চোখের সামনে যে ছেলেটা ছাত্রলীগ করতো তার চাকরি হয়েছে কিন্তু অন্য যে ছেলেটা পড়ুয়া-জ্ঞানী তার চাকরি হয়নি। পুরো জাতিকে তারা জিম্মি করে রেখেছিল। 

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার চায় শিক্ষাঙ্গনগুলো নিরাপদে থাকুক। ক্যাম্পাসগুলোকে কোনোভাবেই যেন সন্ত্রাসীদের আখড়া বানাতে দেয়া না হয়, সে লক্ষ্যে আমরা চেষ্টা করছি। আগামী দিনেও যে সরকার আসুক না কেন তারা চেষ্টা করবে। এটা আমাদের সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তারা যেন বাংলাদেশকে নতুনভাবে গঠন করার অনুপ্রেরণা ক্যাম্পাসগুলো থেকে পায়।


সর্বশেষ সংবাদ