জুলাইয়ে দ্বিগুণের বেশি লাশ বেওয়ারিশ দাফন

রায়েরবাজার কবরস্থান
রায়েরবাজার কবরস্থান  © সংগৃহীত

গত জুলাই মাসে আগের বা পরের মাসগুলোর গড় বিবেচনায় দ্বিগুণের বেশি লাশ রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। জুলাইয়ে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে ৮১ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় রায়েরবাজার কবরস্থানে। শুধু বেওয়ারিশ দাফন দ্বিগুণ নয়, জুলাইয়ের শেষ সপ্তাহেই বেওয়ারিশ লাশ দাফনের সংখ্যা ৪৫। আগস্টে পুরো মাসে এ সংখ্যা ছিল ৩৪ ও সেপ্টেম্বরে ৩৪ জন। জুনে বেওয়ারিশ দাফন করা হয় ৪৮ জনকে।

আঞ্জুমান মুফিদুল ইসলামের একজন কর্মকর্তা জানান, প্রতি মাসে তারা গড়ে ৩৫ থেকে ৪০ জনের বেওয়ারিশ লাশ দাফন করেন, কিন্তু জুলাই মাসে সংখ্যাটি অস্বাভাবিক বেড়ে যায়।

১৬ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীর দমন-পীড়ন বাড়তে থাকে। ১৮ জুলাই থেকে আন্দোলনে গুলি চালানো হয়। বাড়তে থাকে হতাহতের সংখ্যা।

বেওয়ারিশ লাশ দাফনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, জুলাইয়ের শেষ সপ্তাহে দাফন করা বেওয়ারিশ লাশের বেশির ভাগ আন্দোলনে নিহত হয়েছেন বলে তাদের ধারণা।

আরও পড়ুন: কোটা আন্দোলনে নিহত ২১ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

জুলাইয়ের শেষ সপ্তাহে যেসব বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে, এর মধ্যে পুলিশ ১২টি মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করেছে। এগুলো পর্যালোচনা করে দেখা যায়, ছয়টি মৃতদেহে গুলির চিহ্ন রয়েছে। তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। চারজনের শরীরে ক্ষত ও আঘাতের চিহ্ন রয়েছে। একজনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। আরেকজন নদীতে পড়ে মারা গেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রায়েরবাজার কবরস্থানে যে ৮১ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়, এর সবই একটি সারিতে খোঁড়া কবরে। আন্দোলনের সময় নিখোঁজ অনেকের স্বজন এখনো যাচ্ছেন কবরস্থানে। কিন্তু কবর শনাক্ত না হওয়ায় অশ্রুসজল চোখে ফিরতে হয় তাদের।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জুলাইয়ের শেষ ৮ দিনে ওই কবরস্থানে ৪৬ জনের লাশ অজানা হিসেবে দাফন করা হয়, সে সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মী হামলা-গুলির ঘটনা ছিল অনেক বেশি। ৪৬ জনের মধ্যে একজন বিদেশি নাগরিকের পরিচয় পরে জানা যায়। অন্য ৪৫ জন অজ্ঞাতনামাই রয়েছেন। ২২ ও ২৮ জুলাই–এই দুই দিনে অজ্ঞাতপরিচয় ২২ জনের লাশ দাফন করা হয়। ২৪ জুলাই  ৯ জন, ২৭ জুলাই ৭ জন ও ২৫ জুলাই ৩ জনের লাশ অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়। এ ছাড়া অন্যান্য দিন এক বা দুটি করে লাশ দাফন করা হয়েছে। অজ্ঞাতনামা লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও মিটফোর্ড মেডিকেল কলেজ মর্গসহ কয়েকটি মর্গ থেকে গ্রহণ করে আঞ্জুমান মুফিদুল ইসলাম দাফনের ব্যবস্থা করেছিল।

আরও পড়ুন: আন্দোলনে নিখোঁজ: ২৪ দিন পর রায়েরবাজার কবরস্থানে মিলল শিক্ষকের মরদেহ

আঞ্জুমান মুফিদুল ইসলামের দাফন-সেবা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘কে, কীভাবে মারা গেছেন, এটা আমাদের দেখার বিষয় নয়। বেওয়ারিশ হিসেবে আমরা লাশ দাফনের ব্যবস্থা করি। কোন কবরে কার লাশ, তা চিহ্নিত করে রাখা হয় না। তবে লাশের ছবি তুলে রাখা হয়। পরে ছবি দেখে স্বজন যদি মৃতদেহ শনাক্ত করেন, সে ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে লাশ উত্তোলন করতে হবে।’


সর্বশেষ সংবাদ