নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সৌমিত্র শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

সৌমিত্র শেখর
সৌমিত্র শেখর  © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৌমিত্র শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২১ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক দুটি চিঠিতে এ তথ্য জানা গেছে। 

দুদকের তথ্যানুযায়ী, অধ্যাপক সৌমিত্র শেখর ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন। পরিবেশ বিজ্ঞান বিভাগে শিক্ষক-কর্মচারী নিয়োগে ঘুস নেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।  

এছাড়া ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, থাইল্যান্ড, মালেশিয়ায় তার ও পরিবারের সদস্যদের নামে বাড়ি/সম্পদের তথ্যের জন্য বিএফআইইউতে পত্র দিয়েছে দুদক।

এর আগে ১৪ আগস্ট পদত্যাগ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।  

তিনি ২০২১ সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান ড. সৌমিত্র শেখর। ৫ আগস্ট পদত্যাগ করে পালান শেখ হাসিনা। এর পর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন তিনি।  


সর্বশেষ সংবাদ