জলদস্যুদের হাত থেকে মুক্ত ‘এমভি আবদুল্লাহ’ এখন আরব আমিরাতে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ PM
সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আবদুল্লাহ এখন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূল অতিক্রম করেছে। জাহাজটি রবিবার (২১ এপ্রিল) বিকালে আমিরাতের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।
জাহাজটির কর্ণধার কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটি জেটিতে নোঙর করা হবে।
এদিকে সোমালি জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মুক্তিপণ দেওয়ার ফলে ভারত মহাসাগর ও এডেন উপসাগরে জাহাজ ছিনতাইয়ের ঘটনা আরও বাড়তে পারে বলে ইইউ উদ্বেগ প্রকাশ করেছে।
গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায়। প্রায় ৩৩ দিনের জিম্মিদশার পর ১৩ এপ্রিল ছাড়া পায় নাবিকসহ এমভি আবদুল্লাহ। মুক্ত হওয়ার পরই জাহাজটি ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়।