বৃষ্টি ও গরম নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

  © সংগৃহীত

সারাদেশে শীতের অনুভূতি কমেছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সঙ্গে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। তবে এটি প্রশমিত হয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে আবহাওয়াবিদ মো.মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

অন্যদিকে পঞ্চগড় ও মৌলভীবাজার জেরাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। 

সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 


সর্বশেষ সংবাদ