২৯৮ আসনের বেসরকারি ফল ঘোষণা করলো ইসি, কারা কত আসন পেল

সিইসি কাজী হাবিবুল আউয়াল
সিইসি কাজী হাবিবুল আউয়াল  © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৮টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ২২৩টি আসনে জয়লাভ করেছে। ৬১টি আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী। জাতীয় পার্টি জিতেছে ১১ আসনে। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করেছে। 

আজ সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানিয়েছেন। 

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের হাতে ২৯৮টি সংসদীয় আসনের ফলাফল আছে। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ২২৩, জাতীয় পার্টির ১১, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নৌকা প্রতীক নিয়ে ১, ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীক নিয়ে ১, কল্যাণ পার্টি ১ এবং স্বতন্ত্র ৬১ জন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোট বাতিল হওয়ায় সেখানকার ফলাফল স্থগিত রয়েছে। ওখানে আগামী ১৩ জানুয়ারি (শনিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিইসি। 

উল্লেখ্য, এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (৭৫) মারা যাওয়ায় আসনটির ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।


সর্বশেষ সংবাদ