ঈগল নিয়ে চার জনের বিরুদ্ধে লড়বেন নিক্সন চৌধুরী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন ঈগল প্রতীক পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার এ প্রতীক বরাদ্দ দেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সারাদেশে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন।
নিক্সন চৌধুরী এই আসনের টানা দুইবারের সংসদ সদস্য। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০১৪ ও ২০১৮ সালে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তাকে পরাজিত করেন নিক্সন। এবারও এই আসনে তার বিরুদ্ধে নৌকার হয়ে লড়বেন কাজী জাফর উল্লাহ।
এ ছাড়াও ফরিদপুর-৪ আসনে আরও আছেন ‘লাঙ্গল’ প্রতীকে জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন, ‘ফুলের মালা’ প্রতীকে তরিকত ফেডারেশনের মাকসুদ আহমেদ, ‘একতারা’ প্রতীকে সুপ্রিম পার্টির মো. আলমগীর কবির, ‘ডাব’ প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. আলমগীর কবির।