রেললাইনের ৭২ ক্লিপ খুলে নিল দুর্বৃত্তরা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রেললাইনের ৭২ টি ফিসপ্লেট ক্লিপ রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা
রেললাইনের ৭২ টি ফিসপ্লেট ক্লিপ রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা  © সংগৃহীত

নীলফামারীর ডোমারে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে ট্রেনে নাশকতার চেষ্টা করছিল দুর্বৃত্তরা। তবে এলাকাবাসীর প্রতিরোধে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চিলাহাটি-খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন। বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা গ্রামের প্রধানপাড়া দোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাতে রেললাইনের লোহা খোলার শব্দ শুনতে পায় স্থানীয়রা। লাইট নিয়ে এগিয়ে গেলে দেখা যায় কয়েকজন রেললাইনের ফিসপ্লেট পিন খুলছে। লোকজন ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। ঘটনাস্থলে তিন থেকে চারশ লোকজন উপস্থিত ছিলেন। তারা সকলে বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যায়। এতে করে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। এ ঘটনার পর ডোমার-চিলাহাটি পথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখোয়াত হোসেন বাবু জানান, আমি গিয়ে রেল লাইনের বিভিন্ন স্থানে ফিসপ্লেট ক্লিপ খোলা অবস্থায় দেখতে পাই। এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, লাইন মেরামতের পর প্রায় দেড় ঘণ্টার পর ট্রেনটি সেখান থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার স্টেশনে।

প্রসঙ্গত, বুধবার ভোরে গাজীপুরের ভাওয়ালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের একটি অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। ওই পথে যাওয়ার সময় মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।


সর্বশেষ সংবাদ